Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাল থেকে শুরু হচ্ছে ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্প

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৩ ১৫:১৬ | আপডেট: ৩০ জুলাই ২০২৩ ১৫:১৯

আসন্ন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আগামীকাল থেকে অনুশীলন ক্যাম্প শুরু হবে বাংলাদেশি ক্রিকেটারদের। ৩২ জনের প্রাথমিক দল নিয়ে সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে ক্যাম্প।

প্রথমে হবে ফিটনেস অনুশীলন, তারপর স্কিল অনুশীলন। ফিটনেস ক্যাম্পের অংশ হিসেবে আগামী ৩ তারিখ ইয়ো ইয়ো পরীক্ষা হবে ক্রিকেটারদের। তারপর স্কোয়াড নেমে আসবে ২১-২২ জনে। তাদের নিয়ে শুরু হবে স্কিল ট্রেনিং।

বিজ্ঞাপন

রোববার (৩০ জুলাই) এসব কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। রোববার মিরপুরে আলোচনায় বসেছিলেন তিন নির্বাচক। আলোচনা শেষে মিনহাজুল আবেদিন নান্নু সাংবাদিকদের বলেন, ‘আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। ৩ তারিখে ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাচ্ছি খেলোয়াড়দের ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে আছে। আমরা ৩২ জন খেলোয়াড় তৈরি করেছি, ওরা ইয়ো ইয়ো টেস্ট করে যাবে। তারপর স্কিল শুরু হবে ৮ তারিখে।’

প্রধান নির্বাচক বলেন, ‘স্ট্যান্ডার্ডটা (ফিটনেস) তো দেখতে হবে। অনেকদিন হয়েছে প্রথম শ্রেণি, প্রিমিয়ার লিগ শেষ করেছে। অনেক লম্বা বিরতি। কেউ কেউ ইমার্জিং শেষ করেছে, কেউ টাইগার্স ক্যাম্পে ছিল। আমরা একটু দেখতে চাচ্ছি কে কোথায় আছে।’

ইনজুরির কারণে বাইরে থাকা তামিম ইকবালকে নিয়েও কথা বলেছেন প্রধান নির্বাচক। কোমড়ের চোট নিয়ে ভুগতে থাকা তামিম এই মুহূর্তে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। মিনহাজুল আবেদিনের প্রত্যাশা সুস্থ হয়ে ক্যাম্পে যোগ দিবেন তামিম, ‘মেডিকেল থেকে আমরা এখনো কোন আপডেট পাইনি। আমরা দল তৈরি করার আগে আশা করছি একটা রিপোর্ট পাব। আশা করছি অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবে তাড়াতাড়ি।’

বিজ্ঞাপন

ক্যাম্পের শুরু থেকে অবশ্য উপস্থিত থাকবেন না বেশ কয়েকজন ক্রিকেটার। কানাডার টি-টোয়েন্টি লিগ খেলতে দেশের বাইরে আছেন সাকিব আল হাসান, লিটন দাস। আজ তাদের সঙ্গে যোগ দিবেন আফিফ হোসেন ধ্রুব। লংকান প্রিমিয়ার লিগ খেলার জন্য ছুটি নিয়েছেন তৌহিদ হৃদয়, শরিফুল ইসলাম। এদিকে মাত্রই জিম্বাবুয়ের জিম আফ্রো টি-টেন লিগ খেলা শেষ করলেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। কয়েক দিন বিশ্রাম নিয়ে তবে ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে এই দুজনের।

সারাবাংলা/এসএইচএস

২০২৩ এশিয়া কাপ ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ মিনহাজুল আবেদিন নান্নু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর