Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যানচেস্টার ইউনাইটেডে আরও ৫ বছর রাশফোর্ড

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২৩ ১৪:৩২ | আপডেট: ১৯ জুলাই ২০২৩ ১৬:১৪

২০২৪ সালের জুনে মার্কস রাশফোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হত ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে ইংলিশ এই তারকাকে দলে ধরে রাখতে চুক্তি নবায়নের প্রস্তাব দিয়ে রেখেছিল রেড ডেভিলরা। অবশেষে দুই পক্ষে সমঝোতায় এসে স্বাক্ষরিত হলো নতুন চুক্তি।

ম্যানচেস্টার ইউনাইটেড তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিবৃতি দিয়ে রাশফোর্ডের চুক্তি নবায়নের ব্যাপারটি নিশ্চিত করেছে। সপ্তাহে প্রায় ৩ লাখ পাউন্ড বেতনে ৫ বছরের নতুন চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। এরপর বিবৃতিতে বলা হয়, ‘মার্কাস রাশফোর্ড নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। নতুন চুক্তিতে ২০২৮ সাল পর্যন্ত তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে থাকবেন।’

বিজ্ঞাপন

নতুন কোচ এরিক টেন হ্যাগের অধীনে গেল মৌসুমটা দুর্দান্ত কেটেছে রাশফোর্ডের। ৫৬ ম্যাচে করেন ৩০ গোল। ২০১৬ সালে অভিষেকের পর শৈশবের ক্লাবে ৩৫৯ ম্যাচে ১২৩ গোল করেছেন রাশফোর্ড।

রেড ডেভিলদের ডেরায় আরও ৫ বছরের চুক্তি স্বাক্ষর করে উচ্ছ্বসিত রাশফোর্ড। তিনি বলেন, ‘৭ বছর বয়সে একটা স্বপ্ন নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলাম। সেই একই স্বপ্ন, একই তাড়না এখনো অনুভব করি এই ক্লাবের জার্সি পরে মাঠে নামলে। এরই মধ্যে অসাধারণ কিছু অভিজ্ঞতা হয়েছে এই ক্লাবে। তবে আরও অনেক কিছু অর্জনের বাকি আছে, সামনের বছরগুলোয় আরও শিরোপা জিততে চাই।’

চলতি দলবদলের মৌসুমে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসি থেকে ইংলিশ মিডফিলার মেসন মাউন্টের পর ইন্টার মিলান থেকে আন্দ্রে ওনানাকে গোলরক্ষককের পজিশনের জন্য দলে ভিড়িয়েছে রেড ডেভিলরা। এবার রাশফোর্ডের চুক্তি নবায়ন ক্লাবের জন্য আরও সুখকর ব্যাপার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

নতুন চুক্তি স্বাক্ষর মার্কাস রাশফোর্ড ম্যানচেস্টার ইউনাইটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর