Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা প্রিমিয়ার লিগে কে কোন দলে

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৩ ১৩:৫৯ | আপডেট: ৫ মার্চ ২০২৩ ১৪:০১

শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের মৌসুমের দলবদল। এবার মোট ১২৩ জন ক্রিকেটার আসন্ন প্রিমিয়ার লিগের জন্য দলবদল করেছেন। জাতীয় দলের ক্রিকেটাররা বেশ লম্বা সময় ধরেই এবার প্রিমিয়ার লিগ খেলতে পারবেন। ফলে ঘরোয়া পর্যায়ের নিয়মিত ক্রিকেটারদের পাশপাশি জাতীয় দলের তারকাদের দলবদলেও ছিল বাড়তি আকর্ষণ।

গতবারের মতো এবারও তারকাবহুল দল গড়েছে মোহামেডান ও আবাহনী। অনেক গুঞ্জনের পর শেষ পর্যন্ত গত বারের ক্লাব মোহামেডানেই নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। সাকিবের সঙ্গে ইমরুল কায়েস, মেহেদি হাসান মিরাজ, এনামুল হক বিজয়ও আছেন মোহামেডানে।

বিজ্ঞাপন

আবাহনীতে এনামুল হক বিজয়, তাসকিন আহমেদরা আছেন। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবারও খেলবেন আগের ক্লাব প্রাইম ব্যাংকে। এই দলে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিমও।

ক্লাবগুলো গত মৌসুমের কিছু ক্রিকেটার ধরে রেখেছিল। নতুন করে কে কোন ক্লাবে চুক্তি করে চলুন এক নজরে দেখে নেওয়া যাক-

আবাহনী লিমিটেড:

রিশাদ হোসেন, শাহবাজ চৌহান, এনামুল হক বিজয়, রিপন মণ্ডল, নাহিদুল ইসলাম, রাকিবুল হাসান, তাসকিন আহমেদ।

শাইনপুকুর ক্রিকেট ক্লাব:

আমিনুল ইসলাম বিপ্লব, মাসুম খান টুটুল, আব্দুল কাইয়ুম তুহিন, ফরহাদ রেজা, নাবিল সামাদ, শহিদুল ইসলাম, আশিকুর জামান, মাহফিজুল ইসলাম, শামসুর রহমান, খালিদ হাসান, তুষার মিয়া, মাহেদি হাসান, আইচ মোল্লাহ, অমিত হাসান, জিসান আলম।

ঢাকা লেপার্ডস:

রাকিবুল হাসান, সোহরাওয়ার্দী শুভ, জসিম উদ্দিন, জাকিরুল আহমেদ জেম, রায়হান উদ্দিন, মেহরাব হোসাইন জসি, দেলওয়ার হোসেন, মঈন খান, পিনাক ঘোষ, সালাউদ্দিন শাকিল ও জুনায়েদ সিদ্দিকী।

বিজ্ঞাপন

শেখ জামাল ধানমন্ডি ক্লাব:

শফিকুল ইসলাম, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, মেহরাব হোসেন নিলয়, প্রিতম কুমার, মনির হোসেন খান।

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব:

সাদমান ইসলাম, আবু হায়দার রনি, মোহাম্মদ শরিফুল্লাহ, মিনহাজুর রহমান, শামসুল ইসলাম, নুরুজ্জামান, আসাদুজ্জামান পায়েল, এনামুল হক, আজমীর আহমেদ, মোহাম্মদ ইলিয়াস, আরাফাত সানি, মার্শাল আইয়ুব, শহীদুল ইসলাম, জহুরুল ইসলাম।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব:

মঈনুল ইসলাম সোহাইল, আলিস আল ইসলাম, রাকিবুল আতিক, বিশাল চৌধুরী, মুশফিকুর রহিম, আল আমিন, প্রান্তিক নওরোজ নাবিল।

লেজেন্ডস অব রূপগঞ্জ:

পারভেজ হোসেন ইমন, আশিক উল আলম নাঈম, ফারদিন হাসান অনি, জাওয়াদ মোহাম্মদ, আবদুল হালিম, সোহাগ গাজী, নিয়ন ইসলাম, রাজীবুল ইসলাম, মুনিম শাহরিয়ার।

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব:

ইয়াসিন আরাফাত, টিপু সুলতান, সানজামুল ইসলাম, নাঈম ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সালমান হোসেন ইমন, মমিনুল হক সৌরভ, শামীম হোসেন, ইমতিয়াজ হোসেন, আলাউদ্দিন বাবু, নাঈম হাসান।

গাজী গ্রুপ ক্রিকেটার্স:

অমিত মজুমদার, সুমন হাসান খান, নিহাদ উজ জামান, মহিউদ্দিন তারেক, সাকিল হোসেন, এনামুল হক

মোহামেডান স্পোর্টিং ক্লাব:

ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, নাজমুল হোসেন মিলন, মেহেদি হাসান মিরাজ, আরিফুল হক, সৈয়দ খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক জুনিয়র, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, রুয়েল মিয়া, শফিকুল ইসলাম।

সিটি ক্লাব:

আসিফ হাসান মিতুল, আসিফ আহমেদ রাতুল, আবদুল্লাহ আল মামুন, রাফসান আল মাহমুদ, জয়রাজ শেখ ইমন ও নাঈমুর রহমান নয়ন, ইফতেখার সাজ্জাদ, ইমরান হোসেন, রায়ান রাফসান রহমান, সাইফুল ইসলাম।

ব্রাদার্স ইউনিয়ন:

এ কে এস স্বাধীন, আনিসুল ইসলাম ইমন, তাপস ঘোষ, রনি চৌধুরি, আব্দুল গাফফার রনি, মিজানুর রহমান, মহর শেখ অন্তর, তানজিদ হাসান তামিম, সঞ্জিত সাহা, রাহাতুল ফেরদৌস জাভেদ, নাদিফ চৌধুরি, জাহিদুজ্জামান খান, সাব্বির হোসেন, আসাদুল্লাহ হিল গালিব, আরাফাত সানি মৃধা, মেহেদি হাসান।

প্রিমিয়ার লিগের এবারের আসর শুরু হবে ১৫ মার্চ থেকে। অধিকাংশ ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এছাড়া বিকেএসপি এবং নারায়ণগঞ্জের ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামেও রাখা হয়েছে ডিপিএলের খেলা।

সারাবাংলা/এসএইচএস

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর