বিপিএলে টুর্নামেন্ট সেরা নাজমুল হোসেন শান্ত
১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০০:১২ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৭
পর্দা নামল নবম বিপিএলের। আজ ফাইনাল ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পুরো টুর্নামেন্টজুড়ে ভালো খেলে শিরোপা জিততে না পারলেও টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন সিলেটের টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত।
পাঁচ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ধারাবাহিকতা নিয়ে বরাবরই সমালোচিত হয়েছেন তরুণ শান্ত। তবে নবম বিপিএলটা খেললেন মনে রাখার মতোই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। সেই আত্মবিশ্বাসটাই হয়তো বিপিএলে কাজে লাগিয়েছেন।
টুর্নামেন্টের শুরু থেকেই সিলেটের হয়ে ওপেনিংয়ে ধারাবাহিক রান করেছেন শান্ত। আজ ফাইনালেও দুর্দান্ত একটা ফিফটি করেছেন। টুর্নামেন্ট শেষে রান সংগ্রাহকদের তালিকায় শান্ত সবার উপরে। ১৫ ম্যাচের ১৫টিতেই ব্যাটিং করে ৫১৬ রান করেছেন শান্ত। গড় ৩৯.৬৯, স্ট্রাইকরেট ১১৬.৭৪। ফিফটি করেছেন চারটি।
একটা রেকর্ডও হয়েছে শান্তর। এর আগে বিপিএলে এক আসরে বাংলাদেশি কোনা ব্যাটার পাঁচশর বেশি রান তুলতে পারেননি। এমন পারফরম্যান্সের পর টুর্নামেন্ট সেরা হিসেবে শান্তকেই বেছে নেওয়া হয়েছে।
আজ ফাইনালে ৪৫ বলে ৬৪ রান করেছেন শান্ত। আগে ব্যাটিং করে তার দল সিলেট স্ট্রাইকার্স তুলেছিল ১৭৫ রান। সিলেটের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম করেন ৪৮ বলে ৭৪ রান। পরে ১৯.২ বলে সাত উইকেটে জিতেছে কুমিল্লা। কুমিল্লার হয়ে ৫২ বলে ৭৯ রান করা জনসন চার্লস ম্যান অফ দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন।
সারাবাংলা/এসএইচএস