সিলেট পর্বে বিপিএলের সর্বনিম্ন টিকেট মূল্য ২০০
২৫ জানুয়ারি ২০২৩ ১৬:৫৪ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৩ ১৭:১১
নবম বিপিএলের সিলেট পর্ব শুরু হতে যাচ্ছে আগামী শুক্রবার থেকে। সিলেটে খেলা হবে মোট চার দিন। সিলেট পর্বে টিকেটের সর্বনিম্ন দাম ২০০ টাকা, সর্বোচ্চ দাম ১৫০০ টাকা।
বুধবার (২৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেট পর্বে চার দিনে খেলা হবে ৮টি। ঢাকা ও চট্টগ্রাম পর্বের মতোই প্রতিদিন দুই খেলা। অর্থাৎ এক টিকেটেই দেখা যাবে দুই ম্যাচ।
সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের দাম রাখা হয়েছে ১৫০০ টাকা। ক্লাব হাউজে প্রতি টিকেটের মূল্য ৫০০ টাকা। পূর্ব গ্যালারিতে ৩০০ টাকা। পশ্চিম গ্যালারি ও সবুজ গ্যালারির টিকেট মূল্য ২০০ টাকা।
স্টেডিয়ামের প্রধান ফটক সংলগ্ন লাক্কাতুরা ও সিলেট জেলা স্টেডিয়ামের প্রধান ফটক সংলগ্ন রিকাবিবাজার কাউন্টারে পাওয়া যাবে বিপিএলের টিকেট। খেলার আগের দিন ও খেলার দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কাউন্টারে পাওয়া যাবে টিকেট।
সারাবাংলা/এসএইচএস