বাংলাদেশকে যেভাবে ভোগাতে পারে লাওস
১০ জুন ২০১৯ ২০:০১ | আপডেট: ১০ জুন ২০১৯ ২০:০৩
ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বের মূল বাছাইপর্ব নিশ্চিত করতে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ পরীক্ষায় পাস করতে হবে লাওসকে। কাজটা মোটেও সহজ হবে সফরকারিদের জন্য। ঘরের মাঠেই বাংলাদেশের কাছে হেরে অ্যাওয়েতে জয় নিয়ে মাঠ ছাড়তে হবে লাওসকে। টার্গেটটা কঠিন তবে অসম্ভব নয়। বাংলাদেশের চ্যালেঞ্জটাও তাই ওদের আটকে রেখে বাছাইপর্বের মূল মঞ্চে যাওয়া।
৬ জুন ভিয়েনতিয়েনে ১-০ ব্যবধানে লাওসকে হারিয়ে অ্যাওয়ে ম্যাচের সামনে বাংলাদেশ।
ওই ম্যাচের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে, ফুটবলার, কোচদের সঙ্গে কথা বলে দেখা যায় কিছু বিষয়ে লাওস ভোগাতে পারে বাংলাদেশকে।
লাওসের সেট পিস:
প্রথম ম্যাচে সেট পিস থেকে বাংলাদেশকে অনেক বেশি ভুগিয়েছে লাওস। এ নিয়ে সতর্কও জেমি ডে। সেট পিস প্রতিহত করার ব্যাপারে অনুশীলনে অনেক কাজ হয়েছেও বলে জানান জেমি, ‘লাওস দলের সেট পিচগুলো ভয়ংকর। আমরা সেটা নিয়ে কাজ করেছি। ভালো প্রস্তুতি নিয়েছি। আমরা যদি ভালো না খেলি তাহলে হারবো। আমাদের ভালো খেলতে হবে। আমরা অ্যাডভান্সটেজ নিয়ে আছি।’
লাওস দলে বিদেশি লিগে খেলা পাঁচ ফুটবলার
বিপক্ষ দলে বিদেশি লিগে খেলা ফুটবলার সংখ্যা অনেক। থাই লিগের বিভিন্ন স্তরে খেলে এমন পাঁচজন ফুটবলার আছে লাওস জাতীয় দলে। রক্ষণভাগে সাবেক অধিনায়ক সিবাউনহাঙ থাই লিগের সামুট প্রাকান দলে খেলেন। মিডফিল্ডার ও লাওস দলের সর্বোচ্চ গোলদাতা (১২ গোল) ভংসেইঙ্গখাম খেলেন থাই লিগের সর্বোচ্চ স্তরে কাইনাট দলের হয়ে। মিডফিল্ডার ফোমাথেপ, ওয়েভঙ্গোসথ ও কঙলামাথিলিয়াথ খেলেন থাই লিগে।
প্রথম ম্যাচে তিনজন বাইরের দেশে খেলোয়াড় খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে তারা ফিরছেন বলে জানান লাওস কোচ সুন্দ্রামুর্থী, ‘আমাদের দলে নতুন করে তিনজন ফুটবলার যুক্ত হচ্ছেন যারা বিদেশি লিগে খেলে থাকে। দল আরও শক্তিশালী হবে।’
বাংলাদেশের দলে তিন হলুদ কার্ড:
লাওস ম্যাচে তিনটা হলুদ কার্ড পেয়ে পরের ম্যাচে একটু ব্যাকফুটে থাকবে লাল-সবুজরা।
তাদের মধ্যে ইয়াসিন ও বিশ্বনাথ দু’জনই রক্ষণভাগের। আরেকটি একমাত্র গোলদাতা রবিউল হাসানের। জার্সি খুলে হলুদ কার্ড দেখতে হয়েছে দেশের উদীয়মান এই ফুটবলারকে। সেখানে পুরো ম্যাচে লাওস হলুদ কার্ড দেখেছে মাত্র একটি। সেটা নিয়েও দুশ্চিন্তা জেমির, ‘তিন কার্ড পাওয়া আসলেই দুঃখজনক। তবে, এই ম্যাচে আমাদের আরও সতর্ক থাকতে হবে কার্ডের ব্যাপারে। নাহলে ১০ জন হয়ে যেতে পারি যেকোন সময়। খেলোয়াড়দের আরও ডিসিপ্লিন হওয়া দরকার।’
এ ম্যাচ জিতলে বা ড্র করলে বিশ্বকাপের অন্তত আটটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। হারলে আরও তিন-চার বছর আন্তর্জাতিক টুর্নামেন্টের বাইরে থাকতে হবে লাল-সবুজদের। আবারও নির্বাসনে যাওয়ার ভয়তো আছেই!
এই একটু এগিয়ে থাকাটাই যেন আনন্দের থেকে শঙ্কা দিয়ে আছে জেমি ডে’কেও। গোলের ব্যবধানটা ১ বলেই এখনও নির্ভার নয় কোচ, ফুটবলার, কর্মকর্তা কেউই। সবাই তাকিয়ে আছে ১১ জুন লাওসের বিপক্ষে হোম ম্যাচের দিকেই।
তাই উদযাপনটাও ১১ তারিখের জন্য তুলে রেখেছে কোচ। এই ম্যাচ নিয়ে একটু বেশি সতর্ক দেখালো জেমিকে, ‘এক গোলের ব্যবধান সুবিধার নয়। গত সাফেও দুই ম্যাচ জিতে এক ম্যাচের হারে বিদায় নিতে হয়েছিল। তাই এবার খুব সতর্কতা অবলম্বন করতে চাই। রক্ষণে আরও জমাটবদ্ধ হতে চাই।’
লাওসের বিপক্ষে সম্প্রতি পারফরমেন্সে ফ্যাবারিটের তকমাটা বাংলাদেশের পক্ষেই। গত বছরে তাদের মাটিতেই ২-২ ব্যবধানে ড্র, ঘরের মাটিতে বঙ্গবন্ধু গোল্ড কাপে ১-০ ব্যবধানে জয় ও সবশেষ অ্যাওয়ে ম্যাচে ১-০ ব্যবধানে জয় নিশ্চয় বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বাংলাদেশকে।
সারাবাংলা/জেএইচ
বিশ্বকাপ বাছাইপর্ব: হারানো সুদিন ফেরানোর লড়াই এবার
লাওস বধ করে বিশ্বকাপের মূল বাছাইপর্বে এক পা বাংলাদেশের
‘বিশ্বকাপ ফুটবল স্বপ্নের’ ফেরিওয়ালা রবিউল
বিশ্বকাপ বাছাইপর্বের মূলপর্বে ওঠার লক্ষ্য নিয়ে লাওসে বাংলাদেশ
বিশ্বকাপ প্রাক বাছাইয়ে যাদের পায়ে মিলবে ম্যাজিক
থাই ক্লাবকে উড়িয়ে শেষ হলো বাংলাদেশের প্রস্তুতি
বাংলাদেশের ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগের সরব উপস্থিতি
স্বাধীনতার ৪৮ বছরে এই প্রথম যে কীর্তি গড়লো বাংলাদেশ!
জয়েও দুশ্চিন্তার মেঘ বাংলাদেশের আকাশে