Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ানডে স্ট্যাটাস পেল ওমান এবং যুক্তরাষ্ট্র


২৫ এপ্রিল ২০১৯ ০০:৩৩

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড লিগের দ্বিতীয় বিভাগে দুর্দান্ত পারফরম্যান্সে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে ওমান এবং যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টে পাপুয়া নিউগিনিকে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস অর্জন করে ওমান। এদিকে, হংকংকে ৮৪ রানে হারিয়ে যুক্তরাষ্ট্র ওয়ানডে স্ট্যাটাস অর্জন করেছে।

এর আগে হংকংকে হারানোর পর ওমানের ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পথটি পরিস্কার হয়েছিল। দুটি দেশের ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার কথা ঘোষণা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বিজ্ঞাপন

আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগের এ টুর্নামেন্টে এখনো পর্যন্ত কোনো ম্যাচে হারেনি ওমান। নামিবিয়ার রাজধানী ওয়াইন্ডহোতে ছয় দেশ নিয়ে আয়োজিত আইসিসির ডিভিশন টু ক্রিকেট লিগে এগিয়ে থেকে ওয়ানডে স্ট্যাটাস পায় ওমান। আগামী আড়াই বছরের জন্য আরব আমিরাত, স্কটল্যান্ড ও নেপালের পাশাপাশি ওমানও পাবে আইসিসির ওয়ানডে স্বীকৃতি।

এই আসরে ওমান ছাড়াও অংশ নিয়েছে নামিবিয়া, যুক্তরাষ্ট্র, হংকং, পাপুয়া নিউগিনি এবং কানাডা। টুর্নামেন্টে অংশ নেওয়া সেরা চার দল ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার কথা রয়েছে। কানাডার জয়ের পর ওয়ানডে স্ট্যাটাস নিশ্চিত হয় ওমানের।

সারাবাংলা/এমআরপি

ওমান ওয়ানডে স্ট্যাটাস ক্রিকেট যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর