Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীকে উড়িয়ে চট্টগ্রামের শুভ সূচনা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ২৩:৫৮

বিপিএলের সূচনাটা দারুণ হলো চট্টগ্রাম রয়েলসের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম। প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে দলটি।

আগে ব্যাটিং করে পাকিস্তানি ওপেনার মির্জা বেগের ৮০ রান ও শেষ দিকে শেখ মাহেদির ঝড়ো ব্যাটিংয়ে ১৭৪ রান তোলে চট্টগ্রাম। পরে প্রতিপক্ষকে ১০৯ রানেই গুটিয়ে দিয়ে ৬৫ রানের বড় ব্যবধানের জয় পেয়েছে চট্টগ্রাম।

শুক্রবার (২৬ ডিসেস্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেটের ১৯০ রান তাড়া করে জিতেছে রাজশাহী। সে হিসেবে চট্টগ্রামের ১৭৪ রানকে খুব বড় মনে হচ্ছিল না। কিন্তু নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটিংটা একদমই ভালো হলো না।

বিজ্ঞাপন

নবাগত দলটার হয়ে উড়ন্ত শুরু করেছিলেন তরুণ হার্ড হিটার ওপেনার হাবিবুর রহমান সোহান। তবে ইনিংস বড় করতে পারেননি। ৭ বলে ২টি চার ১টি ছক্কায় ফিরেছেন ১৫ রান করে। দ্রুত ফিরেছেন সাব্বির হোসেন, অধিনায়ক সৈকত আলী ও জাকের আলী অনিকও।

দুই পাকিস্তানি ব্যাটার মাজ সাদাকাত ও হায়দার আলী হাল ধরার চেষ্টা করেছেন। তবে দুজনের একজনও টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি আবার ইনিংস বড়ও করতেও পারেননি।

২৭ বলে ৩টি চার ২টি ছয়ে ৩৮ রানে ফিরেছেন মাজ সাদাকাত। আর হায়দার আলী ২৪ বলে ২৮ রান করেছেন দুটি চার দুটি ছয়ে। এছাড়া নোয়াখালীর কেনো ব্যাটারই দুই অঙ্কের কোটা পেরুতে পারেননি।

১৬.৫ ওভারে ১০৯ রানে গুটিয়ে গেছে নোয়াখালী। চট্টগ্রামের হয়ে ৪১ রানে ৩ উইকেট নিয়েছেন স্পিনার তানভীর ইসলাম। দুটি করে উইকেট নিয়েছেন পেসার শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও স্পিনার শেখ মাহেদি।

এর আগে চট্টগ্রাম ১৭৪ রানের স্কোর গড়লেও তারে ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি। কোটি টাকা দামের ওপেনার নাঈম শেখ সুবিধা করতে পারেননি। ওপেনিংয়ে নেমে ১১ বলে ১১ রান করে ফিরেছেন। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ মাহফিজুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়ও।

তবে অপর প্রান্তে উইকেট আগলে ধরে ছিলৈন মির্জা বেগ। শেষ দিকে তাকে নিয়ে ঝড় তোলেন মেহেদি। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলেছে চট্টগ্রাম। মির্জা বেগ ৬৯ বলে ৮০ রান করতে চার মেরেছেন ৭টি, ছক্কা ২টি। শেখ মাহেদি ১৩ বলে ২৬ রান করেছেন ৩টি চার ১টি ছয়ের মারে।

নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসের হয়ে দুটি উইকেট নিয়েছেন সাব্বির হোসেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর