Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নতুন ক্রীড়া উপদেষ্টার

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১২:০৯

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. আসিফ নজরুল। দায়িত্ব নিয়ে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যের কথা জানালেন নতুন ক্রীড়া উপদেষ্টা।

দায়িত্ব নেওয়ার পর দেশের বিভিন্ন ফেডারেশনগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন আসিফ নজরুল। মতবিনিময়ে সকলকে দ্রুত কাজ আগানোর তাগিদ দেন তিনি।

নিজের বক্তব্যে বলেছেন, ‘অতীতে কিছু ফেডারেশনে বেশি অগ্রাধিকার আবার কিছু ফেডারেশনকে কম গুরুত্ব দেওয়া হয়েছে। গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে ভেবেছে এই স্পোর্টসের আন্তর্জাতিক সাফল্য বা সম্ভাবনা নেই, কিন্তু সেটা অনেক জনপ্রিয়। খেলাধুলার মধ্যে এলিটজম নিয়ে আসলে হবে না। আমি একজন ক্রীড়ানুরাগী হিসেবে যত বেশি সম্ভব খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই। যাতে তরুণ সমাজ শারীরিকভাবে সুস্থ ও মানসিক বিকাশ পায়। ক্ষমতাশালী কিংবা অর্থ আছে এমন কারও যে খেলা ভালো লাগে, সেটা বিকশিত হবে এমন এলিটজম পরিহার করতে হবে।’

বিজ্ঞাপন

খেলাধুলার উন্নয়নে পার্বত্য জেলাগুলোর দিকে বাড়তি নজর দেওয়ার কথা উল্লেখ করেছেন আসিফ নজরুল। তিনি বলেন, ‘ফুটবল, ক্রিকেটসহ অনেক খেলোয়াড় আসছে পার্বত্য জেলাগুলো থেকে। সেখানে অবকাঠামো বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর