Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে নোয়াখালী

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ২৩:১৬

প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। দল গোছানোর কাজটা অনেকটাই শেষ করেছে নতুন ফ্র্যাঞ্চাইজিটি। অভিজ্ঞ, তরুণদের মিশেলে নোয়াখালীর দল। দলটির হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশের সফলতম কোচ খালেদ মাহমুদ সুজন। তবে অধিনায়ক হিসেবে এখনো কাউকে চূড়ান্ত করেনি দলটি। অধিনায়কের দায়িত্ব কার কাঁধে উঠতে পারে তার একটা ধারণা পাওয়া গেল আজ।

জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া জাকের আলী অনিককে নিলাম থেকে কিনেছে নোয়াখালী। তবে অফ ফর্মে থাকা জাকেরকে অধিনায়ক বানাতে চায় না তারা। বরং অভিজ্ঞ এবং লম্বা সময় অধিনায়কত্ব করতে পারবেন এমন কারও কাঁধে নেতৃত্বভাড় তুলে দিতে চায় নোয়াখালী।

বিজ্ঞাপন

নোয়াখালী এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান রতন দলের অধিনায়কত্ব নিয়ে বলেন, ‘জাকের আলী অনিককে আমরা অধিনায়কের প্রার্থী হিসেবে দেখছি না। সৌম্য রয়েছে, এছাড়া আমাদের চেষ্টা থাকবে বিদেশিদের মধ্যে মোহাম্মদ নবি বা কুশাল মেন্ডিসকে নেতৃত্বে আনা।’

নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ খালেদ মাহমুদ সুজন বলেছেন লোকাল ক্রিকেটারদের কাউকে অধিনায়কত্ব দেওয়ার ইচ্ছা তার। সুজন বলেন, ‘আমি লোকাল কাউকে নেতৃত্বে দেখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। কুশাল কয়েক ম্যাচ পর চলে গেলে আবার নতুন ক্যাপ্টেন লাগবে। এই অস্থিরতা দলের জন্য ভালো নয়। লম্বা মেয়াদে নেতৃত্ব দিলে তবেই দল গঠন সহজ হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর