বাংলাদেশ ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (উইমেনস বিপিএল)।
রোববার বিকেলে ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আসন্ন দ্বাদশ বিপিএলের প্লেয়ার্স নিলামের উদ্বোধনীতে নিজের বক্তব্যে এমন কথা বলেন তিনি।
বুলবুল বলেন, “আমি ঘোষণা দিতে চাই যে আমরা খুব শিগগিরই নারী বিপিএল শুরু করছি। আপনারা যদি পুরুষ দলের পাশাপাশি নারীদের দল রাখতে চান, তাহলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে।”
বিসিবি সভাপতির এই বার্তায় নারী ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগ ব্যবস্থার নতুন সম্ভাবনার আভাস মিলেছে। যদিও চলতি বছরের শুরুতে বিপিএল একাদশ আয়োজনে একই পরিকল্পনার কথা বলা হয়েছিল, কিন্তু সেটি বাস্তবায়িত হয়নি। তবে নতুন করে সভাপতি বুলবুলের ঘোষণা নারী ক্রিকেটকে এগিয়ে নিতে বিসিবির অঙ্গীকার আরও স্পষ্ট করল।