এশিয়ান কাপের বাছা্ই পর্বের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ভারত। এই ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে আছেন হামজা চৌধুরী। তবে থাকছেন না ফাহামিদুল ইসলাম।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সর্বশেষ হংকংয়ের বিপক্ষে ম্যাচ থেকে এই ম্যাচে পবির্তন দুটি। দুটি হলুদ কার্ডের জন্য বাদ পরেছেন ফাহামিদুল। আর ডিফেন্ডার মেহেদী হাসান মিঠুও বাদ পরেছেন। মেহেদী হাসানের বদলে ইতোমধ্যেই দলে নেওয়া হয়েছে শাকিল হোসেনকে।
আজ দল ঘোষণা হলেও ফুটবলাররা অনুশীলন করে যাচ্ছেন ৩০ অক্টোবর থেকে। আর হেড কোচ হ্যাভিয়ের কাবরেরা দলের সঙ্গে যোগ দিয়েছেন পরশু দিন।
২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড:
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন এবং মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: তারিক রায়হান কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজ উদ্দিন এবং সাদ উদ্দিন।
মিডফিল্ডার: সৈয়দ শাহ কাজেম কিরমানী, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী এবং শমিত সোম।
ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল আকাশ, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম এবং রাকিব হোসেন ।