সবকিছু ঠিক থাকলে চলতি নভেম্বর মাঠের শেষভাগে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ খেলতে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরে বাংলাদেশে দুটি টেস্ট, তিনটি টি-টোয়েন্টি খেলবেন আইরিশরা। ওই সিরিজে তরুণ পেসার শরিফুল ইসলাম ও উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান খেলতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চোট পেয়েছিলেন দুজনই।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পরেন শরিফুল। শরিফুলের ইনজুরি টিআ ওয়ান পর্যায়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ জানিয়েছে, শরিফুলের সমস্যা বড় নয়। ১৪ দিন বিশ্রামে থাকতে হবে তাকে। তারপর শুরু হবে পূনর্বাসন প্রক্রিয়া। সে হিসেবে আয়ারল্যান্ড সিরিজে খেলতে পারার কথা শরিফুলের।
অপর দিকে সোহানও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চোট পেয়েছিলেন। ফিল্ডিংয়ের সময় পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন সোহান। তবে পরে এক্সরে রিপোর্টে কোনো ফ্র্যাকচার ধরা পরেনি।
চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে, মূলত লিগামেন্টে চোট পেয়েছেন সোহান। সব মিলিয়ে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। সে হিসেবে সোহানেরও আয়ারল্যান্ড সিরিজের আগে ফেরার কথা।
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২৭ নভেম্বর। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে- ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্য্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
১১ নভেম্বর দুই দলের প্রথম টেস্ট মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৯ নভেম্বর ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি।