Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১৯:৩৩

চলতি বছরের মার্চে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমু্দউল্লাহ রিয়াদ। তবে দীর্ঘ দেড় যুগ পর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেট ছাড়েননি অভিজ্ঞ অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেট খেলছেন নিয়মিতই। এই মুহূর্তে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ।

অনেকদিন ধরেই জ্বরে ভুগছেন ৩৯ বছর বয়সী তারকা ক্রিকেটার। কয়েক দিন আগে ভর্তি হয়েছেন রাজধানীর একটি হাসপাতালে। বিষয়টি নিশ্চিত করে দেশবাসির কাছে দোয়া চেয়েছেন মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাউসার।

তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তিনি তাকে পরীক্ষার মুখে ফেলেন। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য কৃতজ্ঞ। আল্লাহ অশেষ দয়ালু… দোয়ায় রাখবেন।’

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, মাহমুদউল্লাহ জ্বর কাটিয়ে ধীরে ধীরে সেরে উঠছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে ভালো আছেন রিয়াদ বলে জানা গেছে।

২০০৭ সালে অভিষেক হয়ে বাংলাদেশের হয়ে ৫০টি টেস্ট, ২৩৯টি ওয়ানডে ও ১৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর