Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম টি-টোয়েন্টি: ওয়েস্ট ইন্ডিজের ভালো শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ১৮:৫৮ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৯:৩০

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে ভালো শুরু পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

১০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ৭০। এখন পর্যন্ত পতন হওয়া ওয়েস্ট ইন্ডিজের একমাত্র উইকেটটা নিয়েছেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন।

সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। এমন সিদ্ধান্তের পেছনে কারণ চট্টগ্রামের পিচ। ঢাকায় ওয়ানডে সিরিজের পিচ পুরোপুরি স্পিনবান্ধব দেখা গেলেও চট্টগ্রামের পিচে ঘাস দেখে গেছে আগের দিন। ম্যাচের দিনও পিচ দেখে ব্যাটিং সহায়কই মনে হয়েছে। ফলে আগে ব্যাটিং নেওয়া যৌক্তিকই।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের শুরুটাও হয়েছে দারুণ। আলিক অ্যাথানেজ আর ব্রেন্ডন কিংয়ের ওপেনিং জুটিতে উঠেছে ৫৯ রান। ২৭ বলে ৪টি চার ১টি ছয়ে ৩৪ রান করা আকিলকে সরাসরি বোল্ড করে এই জুটি ভাঙেন রিশাদ হোসেন।

এরপর শেই হোপকে নিয়ে এগুতে থাকেন ব্রেন্ডন কিং। ১০ত ওভার শেষে ১ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের রান ৭০। ২৩ রানে ব্যাট করছেন ব্রেন্ডন কিং। তার সঙ্গে ৯ রানে অপরাজিত অধিনায়ক শেই হোপ।

বিজ্ঞাপন

পঞ্চগড়ে ট্রাকচাপায় নারী নিহত
৯ ডিসেম্বর ২০২৫ ১৮:২২

আরো

সম্পর্কিত খবর