Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থাইল্যান্ডে প্রীতি ম্যাচে বাংলাদেশের হার

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ২০:০৬ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ২৩:১৬

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে থাইল্যান্ড সফরে রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রস্তুতির অংশ হিসেবে আজ ব্যাংককে অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে ০–৩ গোলে হেরেছে ঋতুপর্ণা-আফিদারা।

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১ গোলে পিছিয়ে পড়ে। বিরতির পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে বাংলাদেশ দল। ফলে ৩-০ ব্যবধানে ম্যাচ শেষ হয় থাইল্যান্ডের জয় দিয়ে।

ফিফা স্বীকৃত এই ম্যাচটি বাফুফে ও থাই ফুটবল অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তে ক্লোজড ডোরে অনুষ্ঠিত হয়েছে। ফলে কোনো সরাসরি সম্প্রচার ছিল না। বাফুফের মিডিয়া বিভাগ ম্যাচের ফলাফল জানালেও গোলদাতা ও গোলের সময় সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি।

বিজ্ঞাপন

থাইল্যান্ডের বিপক্ষে এটি ছিল বাংলাদেশের এক যুগ পর ম্যাচ। ২০১৩ সালের এশিয়ান কাপ বাছাইয়ে থাইল্যান্ড ৯-০ ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছিল। এবার ব্যবধান কমেছে বটে তবে হার এড়ানো যায়নি।

ফিফা র‍্যাংকিংয়ে থাইল্যান্ডের অবস্থান ৫৩, আর বাংলাদেশের ১০৪। থাইল্যান্ড নিয়মিতভাবেই নারী এশিয়া কাপে অংশ নেয়। যদিও এবার ভারতের কাছে হেরে মূল পর্বে উঠতে পারেনি দলটি। অন্যদিকে, ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল।

আজকের ম্যাচ দিয়ে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ম্যাচে ফিরেছে ঋতুপর্ণা-আফিদারা। তাদের পরবর্তী প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর