বইমেলায় ফাগুনের রং
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৫
ঢাকা: আজ পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। সেইসঙ্গে আছে ‘ভ্যালেন্টাইন ডে’ বা বিশ্ব ভালোবাসা দিবস। তাই এদিন ফাগুন আর ভালোবাসার রং ছড়িয়ে পড়েছিল পুরো বইমেলায়। বাংলা একডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলা প্রাঙ্গণ তাই আজ তরুণ-তরুণীদের রঙিন আবেশে ভাসে।
বসন্তের প্রথমদিনটাই শুক্রবার। এদিন সকালে ছিল শিশু প্রহর। শিশু চত্বরে তাই দর্শনার্থীদের পদচারণা বেশি। সঙ্গে আছে খুদে পাঠকরাও। তবে সবার সাজেই ছিল লাল-হলুদ মিশেলে বাসন্তি বাহার।

সবার সাজেই ছিল লাল-হলুদ মিশেলে বাসন্তি বাহার। ছবি: সারাবাংলা
বাড্ডা থেকে এসেছে রাসেল ও রুমা দম্পতি। সঙ্গে তাদের ৮ বছরের ছেলে প্রহাস ও ১২ বছরের মেয়ে প্রহর। তারা চার জনই বাসন্তি রংয়ের কম্বো পোশাকে বইমেলায় এসেছেন। রুমা সারাবাংলাকে বলেন, ‘আজ বসন্ত, সঙ্গে ভালোবাসা দিবস। বসন্তের এই দিনে ভালোবাসার মানুষকে নিয়েই বইমেলায় এসেছি। বইও কেনা হবে। বেরানোও হবে। আবার ভ্যালেন্টাইন এবং বসন্তও পালন করা হবে। সব মিলিয়ে বেশ উপভোগ করছি।’
ধানমন্ডি থেকে এসেছেন সোমা খান তার ৬ বছরের মেয়েকে নিয়ে। সারাবাংলা তিনি বলেন, ‘আমি এখন থেকেই আমার সন্তানকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিতি ঘটাতে চাই। আর তাই ওকে নিয়ে বইমেলায় এসেছি। বইয়ের বিষয়ে সে আগ্রহী হয়ে উঠুক। সাথে একুশের চেতনাকেও অনুভব করতে শিখুক। সেইসঙ্গে বসন্ত ঋতু সম্পর্কেও ধারণা পাক। আজ যেহেতু পহেলা ফাল্গুন, তাই বাসন্তি সাজে মা-মেয়ে দুজনেই বইমেলায় এসেছি।’

নতুন বইয়ে আগ্রহের পাশাপাশি একুশের চেতনাকেও অনুভব করতে শিখুক আগামী প্রজন্ম। ছবি: সারাবাংলা
এবার শিশু চত্বরে বাড়তি আনন্দ হিসেবে আয়োজন করা হয়েছে ‘গল্পের আসর’। সেখানে আয়োজন করা হয়েছে ‘পাপেট শো’। পাপেট দেখে দারুণ খুশি শিশুরা।
এদিন বিক্রেতাদের মধ্যেও ফাগুনের আমেজ ছিল। বেচাকেনা যাই হোক, বসন্তের খুশির ধারা তাদের মাঝেও। ঝিঙেফুল প্রকাশনের বিক্রেতা সারাবাংলা বলেন, ‘সকালের দিকে শিশুদের বই বিক্রি হয় বেশি। আজ যেহেতু ফাল্গুন, বেচাবিক্রি যাই হোক না কেন, ভালো লাগছে। চারদিকে লাল-হলুদের আমেজ। সবাই অনেক সুন্দর করে সেজে এসেছে। আমিও দিনটিকে উপভোগ করব। তবে, বইমেলার এই স্টলে বসেই।’
তারুণ্যের আন্দোলনের জোয়ারে, এক অনবদ্য বসন্তে, নতুন করে উদ্ভাসিত বইমেলা সামনের দিনগুলোতে আরও জমবে- এমনটাই প্রত্যাশা সবার।
সারাবাংলা/এফএন/পিটিএম