Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়া উদ্যানে খালেদা জিয়ার মরদেহ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ১৬:২০ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৮:০২

ঢাকা: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার নামাজ শেষে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কফিন জিয়া উদ্যানে নেওয়া হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল চারটার দিকে স্বামী শহিদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।

এ সময় খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত রাজনীতিবিদরা উপস্থিত থাকবেন।

দাফনকাজ নির্বিঘ্নে সম্পন্নের জন্য সেখানে নির্ধারিত ব্যক্তি ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। দাফনকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জনসাধারণের চলাচল সীমিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজার নামাজ পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউ-এর পশ্চিম প্রান্তে কফিন রাখা হয়। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ এবং রাজধানীর বিভিন্ন সড়কজুড়ে লাখ লাখ মানুষ জানাজার নামাজে অংশ নেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া মৃত্যুবরণ করেন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

অর্থনীতিতে খালেদা জিয়ার সাফল্য
৩১ ডিসেম্বর ২০২৫ ১৮:০৮

আরো

সম্পর্কিত খবর