Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রবার থেকে কমতে পারে শীতের প্রকোপ

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ১১:০০

ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকাসহ সারা দেশে শীতের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সূর্যের দেখা না পাওয়া এবং ঘন কুয়াশায় নগর ও গ্রামাঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় চরম ভোগান্তি দেখা দিয়েছে।

এ বিষয়ে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, সূর্যের আলো না থাকায় ঢাকায় শীতের অনুভূতি তুলনামূলকভাবে বেশি হচ্ছে। বিশেষ করে দিনের সর্বোচ্চ ও রাতের সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় ঠান্ডা আরও বেশি অনুভূত হচ্ছে। আগামী শুক্রবার (২ জানুয়ারি) থেকে শীতের প্রকোপ কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এই স্বল্প ব্যবধানের কারণেই শীতের তীব্রতা বেড়েছে।

বিজ্ঞাপন

এদিকে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার মধ্যে সারাদেশে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর