ঢাকা: বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে রাষ্ট্রীয় প্রোটোকলসহ রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হয়েছে। প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখার জন্য সকাল থেকেই সেখানে ভিড় করেন স্বজন, দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষ।
আজ বুধবার সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজিং ভ্যানে করে মরদেহ ফিরোজার উদ্দেশে যাত্রা করে। হাসপাতাল থেকে বাসভবন পর্যন্ত পুরো পথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল।
ফিরোজায় পৌঁছানোর পর পরিবারের সদস্যরা বেগম খালেদা জিয়ার মরদেহের পাশে দাঁড়িয়ে শেষ শ্রদ্ধা জানান। পরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন।
আজ বাদ জোহর দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেরেবাংলা নগরে তার স্বামী শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।