Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ২০:৫৮

প্রতীকী ছবি।

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে কোম্পানিগঞ্জ-নবীনগর সড়কের থোল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। তার পরনে ছিল নেভিব্লু রঙের গেঞ্জি ও ট্রাউজার। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে থোল্লা এলাকায় সড়কের পাশে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শুরু করলেও চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান।

বিজ্ঞাপন

খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ হাসপাতালে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, কোনো অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জামিল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর