ঢাকা: সুইজারল্যান্ড থেকে জি-টু-জি পদ্ধতিতে স্বল্প মেয়াদে এলএনজি আমদানি করবে সরকার।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র সভায় এ-সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর প্রস্তাব অনুযায়ী, সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান ‘সসার ট্রেডিং এসএ’ এলএনজি সরবরাহ করবে।
এছাড়া একই সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে আয়োজন উপলক্ষ্যে জনগণের মধ্যে সচেতনতামূলক প্রচারের অংশ হিসেবে ইতোমধ্যে নির্মিত প্রচার সামগ্রী যথা- টিভিসি ও ভিডিও ডকুমেন্টারি ইত্যাদি দেশব্যাপী ব্যাপক প্রচারের লক্ষ্যে অধিকতর ক্যারাভান অ্যাক্টিভেশন কার্যক্রম সম্পাদনে সরাসরি ক্রয় পদ্ধতিতে ভৌত সেবা ক্রয়ের একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।