Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে এবি পার্টি প্রার্থীর অভিযোগ, সন্তুষ্ট বিএনপি প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১০:৫৪

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ এবং আমার বাংলাদেশ (এবি) পার্টি মনোনিত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলম।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টি মনোনিত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলম।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহজাহানের কাছে দলীয় মনোনয়ন জমা প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

সৈয়দ তালহা আলম বলেন, ‘আমরা এখনও লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি বড় দল এবং সেই দলের নেতাকর্মীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এগুলো যদি চলমান থাকে তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়িত হবে না। লেভেল প্লেয়িং ফিল্ড পুরোপুরি কার্যকর হয়নি। তবে নির্বাচন কমিশনের এখনও সুযোগ আছে লেভেল প্লেয়িং ফিল্ড কার্যকর করার। তাই আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখবো যেন আপনারা সব দলের প্রার্থীকে সমানভাবে অগ্রাধিকার দেন সেই বিষয়ে যেন প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়।’

বিজ্ঞাপন

তবে কোন দল এবং কোন বিষয়ে বাড়তি সুবিধা পাচ্ছে সে বিষয় খোলাসা করেননি তিনি। এদিকে নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের ভূমিকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন একই আসনে বিএনপি মনোনিত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ।

সোমবার দুপুর দুইটায় শান্তিগঞ্জে মনোনয়ন জমা প্রদান শেষে এক বক্তব্যে তিনি প্রশানন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

কয়ছর এম আহমদ বলেন, ‘এখানে প্রশাসনে যারা দায়িত্বশীল আছেন তারা মনোনয়ন জমা দেওয়ার সময় খুব ভালোভাবে সাপোর্ট করেছেন। তারা নির্বাচনকে নিয়ে খুবই আন্তরিক। দীর্ঘদিন পর একটি সুন্দর নির্বাচন হতে যাচ্ছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেশের মানুষ দেখতে চায়। শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের মানুষও একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনে আমরা বদ্ধপরিকর। আমাদের দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতা করা হবে।’

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘কোন দল এবং কোন প্রার্থী কোন সুযোগ সুবিধা বেশি পাচ্ছেন এই বিষয়ে প্রার্থী যদি সুনির্দিষ্ট করে বলেন এবং তার অভিযোগ সত্য হয় তাহলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং তিনি যদি বৈধ প্রার্থী হন তবে তিনিও যাতে সেই সুবিধা সমানভাবে পান সেই নিশ্চয়তা দিচ্ছি।’

বিজ্ঞাপন

জকসু নির্বাচন ৬ জানুয়ারি
৩০ ডিসেম্বর ২০২৫ ১৪:৪০

গুলশানে জরুরি সভায় তারেক রহমান
৩০ ডিসেম্বর ২০২৫ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর