Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর টুইট

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১১:০২ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১১:৪৪

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আন্তরিক সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) খালেদা জিয়ার মৃত্যুর পর এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আল্লাহ তায়ালা তাকে জান্নাতের উচ্চ স্থান দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্যধারণ করার তৌফিক দিন।’

এর আগে, চলতি বছর ২৪ আগস্ট বাংলাদেশ সফরে এসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন ইসহাক দার। সেদিন রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় যান পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী। এ সময় তাদের মধ্যে দুই দেশের মানুষের সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু বরণ করেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিএনপির মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

জকসু নির্বাচন ৬ জানুয়ারি
৩০ ডিসেম্বর ২০২৫ ১৪:৪০

গুলশানে জরুরি সভায় তারেক রহমান
৩০ ডিসেম্বর ২০২৫ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর