Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাকিতে কাঁচামাল আমদানির মেয়াদ ৯০ দিন কমল

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ২০:৫১

ঢাকা: শিল্পের কাঁচামাল আমদানির জন্য বিলম্ব এলসির মাধ্যমে (ইউস্যান্স এলসি) বাকিতে পণ্য আমদানি সুবিধার মেয়াদ পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। মূলত আমদানি লেনদেন সহজ করতে শিল্প কাঁচামালসহ নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে আমদানি বিল পরিশোধে ৩৬০ দিন থেকে ৯০ দিন কমিয়ে ২৭০ দিন পুননির্ধারণ করা হয়েছে। এই সময়সীমার সঙ্গে সামঞ্জস্য রেখে ক্যাশ কনভারশন সাইকেল আগে সম্পন্ন হলে সেটি ইউস্যান্স সুবিধার আগে কার্যকর হবে।

সোমবার (২৯ ডি‌সেম্বর) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, নতুন নিয়মে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো শিল্প কাঁচামাল, ব্যাক-টু-ব্যাক আমদানি, কৃষিযন্ত্র ও রাসায়নিক সার আমদানিতে সরবরাহকারী বা ক্রেতা ঋণের আওতায় ইউস্যান্স মেয়াদ ৩৬০ দিনের পরিবর্তে ২৭০ দিনে সম্পন্ন করবে। যার কোন নির্ধারিত ডেট লাইন থাকবে না।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এলসি সুবিধা পুরোপুরি প্রত্যাহার না করে বাস্তবসম্মত সময়সীমার মধ্যে সীমিত করা হলো।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যবসার প্রকৃত নগদ প্রবাহ পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই পুনর্নির্ধারণ।

জানা যায়, ইউস্যান্স হলো এমন একটি আমদানি পরিশোধ ব্যবস্থা, যেখানে পণ্য আমদানির পর নির্দিষ্ট সময় পার হলে মূল্য পরিশোধ করা হয়। অর্থাৎ পণ্য আগে আসে, টাকা পরে দেওয়া হয়। এই ব্যবস্থায় আমদানিকারক তাৎক্ষণিক নগদ চাপ ছাড়াই কাঁচামাল ব্যবহার করে উৎপাদন ও বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহের সুযোগ পান। ব্যাংকিং ভাষায় একে ইউস্যান্স এলসি বলা হয়। এর বিপরীতে রয়েছে সাইট এলসি, যেখানে পণ্যের কাগজপত্র ঠিক থাকলেই সঙ্গে সঙ্গে মূল্য পরিশোধ করতে হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর