ঢাকা: দেশকে সুন্দর করে গড়ে তুলতে সবাইকে আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দীর্ঘ ১৭ বছর পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজ পল্টনে আমাদের কোনো কর্মসূচি নেই। তাই আপনারা রাস্তা ছেড়ে দিয়ে যার যার কাজ চলে যান। কারো যেনো যাতায়াতে দুর্ভোগ পহাতে না হয়। আমরা পরবর্তীতে একটি কর্মসূচি দেব। তখন আবার আপানাদের সঙ্গে কথা বলব।
তিনি বলেন, ‘‘আমরা যার যার অবস্থান থেকে দেশকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করব। আপনারাও আপনাদের সেই চেষ্টা অব্যাহত রাখবেন।

এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তিনি কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির শীর্ষ নেতারা। এ সময় দলের সিনিয়র নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা তার সঙ্গে ছিলেন।
কার্যালয়ে প্রবেশের পর তারেক রহমান দলীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকে তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নিলেও আজই প্রথম সরাসরি পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রমে যুক্ত হলেন।