Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের সমাবেশে আচরণবিধি মানা হচ্ছে কি না-দায়িত্ব ইসির: বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ১৬:২৫

-ছবি: সারাবাংলা

ঢাকা: আগামী ৩ জানুয়ারী ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশ, এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কি না- তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

‎রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে আগারগাওয়ের নির্বাচনী ভবনে সিইসি’র সঙ্গে ইসিতে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। সিইসির সঙ্গে এ বৈঠকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও দলটির নির্বাচন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া উপস্থিত ছিলেন।

‎তফসিলের জামায়াতের সমাবেশ রয়েছে ৩ জানুয়ারি, এতে আচরণবিধি লঙ্ঘনের কোনো বিষয় রয়েছে কি না; ইসির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে কোনো আলোচনা করি নি। আমার জানা মতে, নির্বাচনী প্রচারণা বন্ধ, কিন্তু সাংগঠনিক কাযক্রম বন্ধ নেই। উনারা যা করবেন, সেটা আচরণবিধির ভঙ্গ হয় কি না-এটা ইসি বুঝবে. আর তারা বুঝবে।

‎এ সময় মনোনয়নপত্র জমা দিতে সন্তানেরও আয়করের তথ্য দিতে হবে-এটা নিয়ে অনেকে সমস্যায় পড়ছে। অনেক প্রার্থীর সন্তান এখনও উপার্জনক্ষম নন, অনেকে দেশের বাইরে থাকেন কিংবা আলাদাভাবে নিজেরা ট্যাক্স জমা দেন।

‎জানান, এটা নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি, যেন দ্রুত স্পষ্ট করা হয়। তা না হলে সঙ্গত কারণে সমস্যার সৃষ্টি হবে। কমিশন একমত, তারা এটা মিন করেন নি। কমিশন নির্ভরশীল সন্তানের তথ্য দিতে বলেছে। ব্যাপারটা কনফিউজিং, এ নিয়ে কমিশন ব্যাখ্যা দেবেন, সমস্যা দুর হয়ে যাবে”।

‎এ সময় সোশাল মিডিয়ায় এআই-এর অপব্যবহার নিয়ে নজরুল ইসলাম খান বলেন, “এআই দিয়ে মানহানিকর কিছু করলে ইসি যেন শক্ত ভূমিকা নেন সে বিষয়েও অনুরোধ করা হয়েছে। ইসি ও সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে সক্রিয় রয়েছে।”

‎ফ্যাক্টচেক করে ফেইক হলে দ্রুত চিহ্নিত করার উদ্যোগের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

‎এদিকে, মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, এ ব্যাপারে আমাদের দলের কোনো সিদ্ধান্ত নেই। এ ব্যাপারে আমাদের আলোচনার কোনো ম্যান্ডেট ছিল না আজ, আমরা (আলোচনা) করি নি।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর