Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘোষিত আদর্শের সঙ্গে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না বলেই ভাঙ্গন: নজরুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ১৬:০১ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১৬:০৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ঢাকা: ঘোষিত আদর্শের সঙ্গে এনসিপি’র বর্তমান সিদ্ধান্ত যায় না বলেই দলে ভাঙ্গন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সিইসির সঙ্গে এ বৈঠকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও দলটির নির্বাচন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া উপস্থিত ছিলেন।

এনসিপির সঙ্গে জামায়াতের জোটবদ্ধ হওয়ার খবরে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন. বিএনপি একটা গণতান্ত্রিক দল। সব রাজনৈতিক দলের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার স্বীকার করে। যদি কোনো দল তার ঘোষিত আদর্শ অনুযায়ী অন্য কোনো দলের সঙ্গে সম্পর্কিত হতে চায়, সে অধিকার তাদের আছে। অবশ্য, আমরা এটাও দেখলাম-তাদের সিদ্ধান্ত বা ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতারা দল ছাড়ার ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

নতুন দলের মতাদর্শের সঙ্গে জামায়াতের আদর্শ যাচ্ছে না- বলে মনে করেন তিনি। “অর্থাৎ মনে হয় যেন, তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের নতুন চিন্তা যাচ্ছে না আর কি। এটা তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না।”

এদিকে, বিএনপি প্রার্থী বদল ইস্যুতে জানতে চাইলে তিনি বলেন, শরিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে অনেক কিছু। তারপর এখনও সময় আছে।

দলছুটরা বিএনপির সঙ্গে আলোচনা করছে কি না- জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য বলেন,এ ব্যাপারে আমি কিছু বলার নেই। এটি দলের রাজনৈতিক সিদ্ধান্ত।

এনসিপি’র সঙ্গে যোগ হতে বিএনপির আদর্শিক কোনো সমস্যা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে ‎নজরুল ইসলাম খান বলেন, আমরা মনে করি, সবাই দেশপ্রেমিক রাজনৈতিক দল। আমরা বিশ্বাস করি, গণতন্ত্রে ও দেশের উন্নয়নে। তবে সব ব্যাপারে একমত হলে তো এক দল করতাম। তাহলে আলাদা দল থাকতাম না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর