Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ের লক্ষ্য ছাত্রদলের মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ১৯:২৯

ছাত্রদলের মিছিল। ছবি: সারাবাংলা

রাজবাড়ী: আসন্ন ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও রাজবাড়ী-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হারুনকে বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমানের আয়োজনে শহরের আজাদী ময়দান থেকে বিশাল এক মিছিল বের হয়। মিছিলটি শহরের বড় মসজিদ প্রদক্ষিণ করে রেলগেট মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভা করে তারা।

বিজ্ঞাপন

পথসভাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্যারিস হো‌সে‌নের সঞ্চালনায় জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা কৃষক দলের সদস্য সচিব সদস্য সচিব এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোরশেদ আলম মিলন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নয়ন দেওয়ান, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আতিয়ার শিকদার আতিক, আসজাদ হোসেন আজাদসহ অনেকেই বক্তব্য দেন। এসময় বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভাতে জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, ‘সামনে নির্বাচন। বিএনপির মনোনীত প্রার্থী রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও রাজবাড়ী-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হারুনকে জয়ী করার লক্ষ্যে আমাদের সকলকে সম্মলিতভাবে কাজ করতে হবে। তাদের বিজয়ী করলে সুন্দর একটি শহর পাবেন, শিক্ষাবান্ধব পরিবেশ পাবেন, সন্ত্রাসমুক্ত রাজবাড়ী পাবেন, গডফাদারমুক্ত, ভূমিদস্যুমুক্ত, নদীভাঙনমুক্ত, দখলমুক্ত রাজবাড়ী পাবেন। বিএনপি ক্ষমতায় আসলে মীর মোশাররফ হোসেন ডিগ্রি কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে। রাজবাড়ীতে হবে পদ্মাসেতু ও পদ্মা ব্যারেজ। তাই রাজবাড়ীতে ধানের শীষের বিজয়ী করতে হবে।’

পথসভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও জিয়া পরিবারের জন্য দোয়া করা হয়।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর