Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ার ৭টি আসনে ৩১ প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ২২:৫৫

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ।

বগুড়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ৭টি সংসদীয় আসনে এখন পর্যন্ত মোট ৩১জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এর আগে ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বগুড়া সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২৫ ডিসেম্বর পর্যন্ত বগুড়া-১ আসনে ৪ জন, বগুড়া-২ আসনে ৬ জন, বগুড়া-৩ আসনে ৪ জন, বগুড়া-৪ আসনে ৪ জন, বগুড়া-৫ আসনে ৭ জন, বগুড়া-৬ আসনে ৪ জন এবং বগুড়া-৭ আসনে ২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ যোগ্যদের মধ্যে ২১ ডিসেম্বর বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ আসন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলীয় প্রতিনিধি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া জেলায় বিএনপির অপর মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র তুলেছেন।

এদিকে বগুড়া-৬ (সদর) আসনে শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল মনোনয়নপত্র সংগ্রহ করেন। তার আগের দিন বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে জামায়াত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ মনোনয়নপত্র তোলেন।

বগুড়ার ৭টি আসনে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৪১ হাজার ৬৪৫। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৪৩০ জন, নারী ভোটার ১৪ লাখ ৮১ হাজার ১৭৬ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৩৯ জন। বগুড়ায় এখন পর্যন্ত মোট ভোট কেন্দ্র ৯৮৩টি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর