ঢাকা: রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদতরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গুলিস্তানের জিরো পয়েন্টে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আনোয়ারুল ইসলাম বলেন, আজ সন্ধ্যা ৫টা ২৮ মিনিটের দিকে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটে। আমরা ৫টা ৩৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট কাজ করে।
তিনি জানান, বাণিজ্যিক ভবনটির ৮তলা ভবনের ছাদের ওপর গোডাউনে আগুন লেগেছিল। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।