Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৭

খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুন। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদতরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুলিস্তানের জিরো পয়েন্টে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আনোয়ারুল ইসলাম বলেন, আজ সন্ধ্যা ৫টা ২৮ মিনিটের দিকে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটে। আমরা ৫টা ৩৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট কাজ করে।

বিজ্ঞাপন

তিনি জানান, বাণিজ্যিক ভবনটির ৮তলা ভবনের ছাদের ওপর গোডাউনে আগুন লেগেছিল। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর