Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রশিবিরের নতুন সভাপতি সাদ্দাম, সেক্রেটারি সিগবাতুল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ১৮:২৬ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৮:২৯

ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি সিগবাতুল্লাহ সিবগা।

ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের সদস্যদের ভোটের মাধ্যমে নুরুল ইসলাম সাদ্দামকে সভাপতি নির্বাচন করা হয়। পরে শিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগাকে সেক্রেটারি পদে মনোনয়ন দেন।

জানা গেছে, নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম দলটির সর্বশেষ সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন

তিনি কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। অপরদিকে সিবগাতুল্লাহ সিবগা বিদায়ি সেক্রেটারী জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের স্থলাভিষিক্ত হবেন।

সিবগাতুল্লাহ ২০২৫ সেশনে ছাত্রশিবিরের দফতর সম্পাদক ছিলেন। এর আগে তিনি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং ক্রমান্বয়ে কেন্দ্রীয় শিক্ষা, প্রকাশনা ও সাহিত্যসহ আরও দুটি সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর