Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরুর ঘণ্টাখানেক আগে স্থগিত হলো প্রাথমিকের নিয়োগ পরীক্ষা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ১৭:২৪ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:০৫

ঢাকা: প্রাথমিক শিক্ষা অধিদফতরের অধীনে হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা হঠাৎ করে স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তা অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করা হয়েছে। এতে সারাদেশ থেকে পরীক্ষা দিতে আসা প্রার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

প্রার্থীদের অভিযোগ, ঢাকায় আসার পর শুক্রবার দুপুরে জানতে পারি, কোনো কারণ না দেখিয়ে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এটি কর্তৃপক্ষের উদাসীনতার ফল।

মিরপুর বাংলা কলেজে ঠাকুরগাঁও থেকে পরীক্ষা দিতে আসা নাহিদা ইসলাম পলা বলেন, ‘আমি কেন্দ্রে আসার পর জানতে পারি পরীক্ষা হবে না। কোনো কারণও জানি না। কবে হবে পরীক্ষা সেটাও জানি না। আমাদের যাতায়াতের টাকা দেবে কে?’

বিজ্ঞাপন

সাতক্ষীরা থেকে পরীক্ষা দিতে আসা মিরপুর কমার্স কলেজে উপস্থিত হয়েছেন রিয়াজ উদ্দিন। তিনি বলেন, ‘প্রার্থীরা চাকরি না পেয়ে এমনিতেই অভাব অনটনে চলেন। অনেকে ধার করে পরীক্ষা দিতে আসেন। এসব মেনে নেওয়া যায় না। কর্তৃপক্ষের খামখেয়ালিপনা আর কত?’

মৌলভীবাজার থেকে আসা রত্না রাণী বলেন, ‘একটি রাজনৈতিক দলের সুবিধার জন্য পরীক্ষা হঠাৎ করে স্থগিত করা হয়েছে বলে মনে করছি। তবে সেটি আগে স্থগিত করলে এত প্রার্থীর ভোগান্তি হতো না। গত দুই ঢাকায় আসতে কোনো যানবাহন ছিল না। সবাই অনেক কষ্ট করে বেশি টাকা খরচ করে ঢাকায় এসেছে। আমিও মৌলভীবাজার থেকে ট্রেনে দাঁড়িয়ে এসেছি। এখন শুনি পরীক্ষা হবে না। এটি মেনে নেওয়ার মতো না।’

শুক্রবার দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা আজ বিকেল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত এ পরীক্ষা স্থগিত করা হলো।’

স্থগিত পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সারাবাংলা/ইউজে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর