Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ২৩:৪৩

ফরিদপুর: নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় স্কুল চত্বরে কবুতর ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা। উদ্বোধনী পর্ব শেষে প্রাক্তন ও নবীন শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন এবং শপথ বাক্য পাঠ করেন।

এরপর ১৮৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের অংশগ্রহণে পায়ে হেঁটে, মোটরসাইকেল ও ঘোড়ার গাড়িসহ বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

উদযাপনের অংশ হিসেবে দুই দিনব্যাপী স্মৃতিচারণ অনুষ্ঠান, মিনি ম্যারাথন, পিঠা উৎসব, আতশবাজি ও সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানা আয়োজন করা হয়।

উল্লেখ্য, তৎকালীন ব্রিটিশ ভারতের সরকারি উদ্যোগে ১৮৪০ সালে যাত্রা শুরু করে ফরিদপুর জিলা স্কুল। দীর্ঘ এই পথচলায় প্রতিষ্ঠানটি শিক্ষা, সংস্কৃতি ও মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।