বগুড়া: জেলার হাইওয়ে পুলিশের অভিযানে ৩০ হাজার পিস (৯০ লাখ টাকার) ইয়াবা ট্যাবলেটসহ মো. শামিম (৩০) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে নাটোরের বড়াইগ্রামে এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করে হাইওয়ে পুলিশ।
গ্রেফতার মো. শামিম পাবনা জেলার সাথিয়া উপজেলার খালইভরা গ্রামের মো. খুরশেদ আলমের ছেলে।
বগুড়া হাইওয়ে পুলিশ রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. শহিদ উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা। এ ঘটনার সঙ্গে জড়িত মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদক উদ্ধারে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।