ঢাকা: শুভ বড়দিন উপলক্ষ্যে বাংলাদেশসহ সারাবিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
স্ট্যাটাসে তারেক রহমান বলেন, ‘ক্ষমা, করুণা ও মানবপ্রেমের দিশারী যীশুখ্রিষ্ট এই দিনে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। মানুষে মানুষে সম্প্রীতি, ভালোবাসা ও ন্যায়ের বার্তা নিয়ে তার আগমন খ্রিষ্ট ধর্মাবলম্বীদের কাছে দিনটিকে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত করেছে।’
তিনি উল্লেখ করেন, ‘সব ধর্মের মূল শিক্ষা হলো মানুষের সেবা ও কল্যাণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে একযোগে কাজ করতে হবে। যুগে যুগে মহামানবরা নিঃস্বার্থ আত্মনিবেদনের মাধ্যমে মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলার দিশা দেখিয়েছেন। মহান যীশুখ্রিষ্টও তার অনুসারীদের মানবপ্রেমে উদ্বুদ্ধ করেছেন।’
বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘এ দেশে সব ধর্মের মানুষ আবহমানকাল ধরে স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে। যীশুখ্রিষ্ট মানুষকে ভালোবাসা, সেবা, ক্ষমা ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন যা আজও মানবসমাজের জন্য প্রাসঙ্গিক।’
স্ট্যাটাসে তিনি আরও বলেন, ‘হিংসা-বিদ্বেষ ও আক্রোশ পরিহার করে সমাজে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠা এবং সব ধরনের অবিচার ও নির্মমতা প্রতিরোধে সবাইকে শপথ নিতে হবে। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হবে। মহামানবদের জীবনদর্শন যথাযথভাবে উপলব্ধি করতে পারলেই মানবজীবনে ন্যায়নীতি, শান্তি ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব।’
শেষে তারেক রহমান বড়দিন উপলক্ষ্যে আয়োজিত সব কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।