ঢাকা: সারাদিনের ওঠানামা শেষে সপ্তাহের চতুর্থ কার্যদিবস দেশের পুঁজিবাজারে সূচক বেড়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)-এর বেশিরভাগ কোম্পানির দর বাড়ার দিনে সার্বিক লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সকালে সূচকের ঊর্ধ্বগতি দিয়ে লেনদেন শুরু হয়। দিনশেষে বুধবার (২৪ ডিসেম্বর) ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৮৪ পয়েন্টে। যা আগের দিন কমেছিল ১৪ পয়েন্ট।
এর আগের দিন (সোমবার) ৪৮ পয়েন্ট বাড়লেও তার আগে টানা ৫ কার্যদিবসের পতনের মধ্যে রোববার ৫ পয়েন্ট ও গত সপ্তাহের ৪ কার্যদিবসের মধ্যে বৃহস্পতিবার ২২ পয়েন্ট, বুধবার ৩৬ পয়েন্ট, সোমবার ৪৩ পয়েন্ট ও রোববার ৩১ পয়েন্ট কমেছিল। অর্থাৎ ৫ কার্যদিবসে ডিএসইএক্স সূচকটি কমে ১৩৭ পয়েন্ট।
আজ ডিএসই-তে ৩৩৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৪০৭ কোটি ৪১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৬৯ কোটি ৩১ লাখ টাকা বা ১৭ শতাংশ।
এদিন ডিএসই-তে লেনদেন হওয়া ৩৮৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৮টির বা ৪৫.৯৯ শতাংশের। আর দর কমেছে ১২৬টির বা ৩২.৫৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮৩টির বা ২১.৪৫ শতাংশের।
অপরদিকে সিএসই-তে বুধবার ৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৬৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৭টির, কমেছে ৬৫টির এবং পরিবর্তন হয়নি ২৫টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৬৬৫ পয়েন্টে।
আগের দিন সিএসই-তে ১৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়েছিল।