Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসন্ন রমজান উপলক্ষ্যে খেজুর আমদানিতে শুল্ক ছাড়

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৬ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৬:২২

-ছবি : সংগৃহীত

ঢাকা: আসন্ন পবিত্র রমজানে খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারদর সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে খেজুর আমদানিতে ১০ শতাংশ শুল্ক ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সুবিধা আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।

বুধবার (২৪ ডিসেম্বর) এনবিআর-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এনবিআর জানায়, খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ সুবিধা আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

এছাড়া, বিগত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধন করে খেজুরসহ সকল ফল আমদানির ওপর প্রযোজ্য অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে খেজুর ও অন্যান্য ফল আমদানিতে গত বছর অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল, তা চলতি বছরেও বহাল রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এনবিআর আশা করছে, আমদানি শুল্ক ও অগ্রিম আয়করে এই উল্লেখযোগ্য ছাড়ের ফলে রমজান মাসে খেজুরের আমদানি বাড়বে এবং বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হবে। এর প্রভাব হিসেবে খুচরা বাজারে খেজুরের দাম সহনীয় পর্যায়ে থাকবে।

বিজ্ঞাপন

নাবিল গ্রুপে চাকরির সুযোগ
২৪ ডিসেম্বর ২০২৫ ১৬:২১

আরো

সম্পর্কিত খবর