Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একনেকে অনুমোদন পেল সিলেটের ৪টি বড় উন্নয়ন প্রকল্প, বদলে যাবে নগরী ও অঞ্চল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ২২:৫১ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ২২:৫৩

ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

সিলেট: সিলেটের নাগরিক জীবন ও অঞ্চল উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়।

একনেক সভায় জেলার অবকাঠামো ও পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তিনটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পগুলোর মাধ্যমে নগরীর জলাবদ্ধতা দূরীকরণ, প্রধান সড়কগুলোর আধুনিকীকরণ এবং উপজেলা-ইউনিয়ন পর্যায়ের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে।

অনুমোদিত প্রকল্পগুলো:

১. সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণ–এই প্রকল্পে মহাসড়কের চারলেন করা হবে এবং উভয়পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ করা হবে। এছাড়া ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তরের মাধ্যমে সড়কের নিরাপদ ও দ্রুত যাতায়াত নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

২. সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন ও অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) –শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে পানি জমে থাকার সমস্যা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং নগর অবকাঠামোর উন্নয়ন করা হবে, যা স্থানীয় মানুষের জীবনমান ও শহরের পরিবেশগত মান উভয়ই উন্নত করবে।

৩. সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ – জেলার গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়নের সড়কগুলোর উন্নয়নের মাধ্যমে জেলা ও উপজেলার মধ্যে যাতায়াত সহজতর হবে। সড়ক উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও জনসাধারণের চলাচলে বড় ধরনের সুবিধা আসবে।

৪. সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প (১ম পর্যায়) প্রকল্প।

একনেক সূত্রে জানা যায়, সিলেটের এই প্রকল্পগুলোর মাধ্যমে শুধু অবকাঠামো উন্নয়নই নয়, বরং দীর্ঘমেয়াদে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি, দুর্ঘটনা ও জলাবদ্ধতা হ্রাস এবং স্থানীয় বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে।

সিলেটবাসী আশা করছে, অনুমোদিত এই প্রকল্পগুলোর বাস্তবায়ন শুরু হলে জেলা ও নগরীর চেহারা পাল্টে যাবে এবং নাগরিকদের দৈনন্দিন জীবন আরও সুবিধাজনক হবে।

সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, জনগুরুত্বপূর্ণ সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে এবার সিলেট নগরীতে জলাবদ্ধতা নিরসন ও বিশুদ্ধ পানি সরবরাহে গতি আসবে বলে আশা করা হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ সিলেট-তামাবিল মহাসড়ক প্রকল্প সমাপ্ত হলে সিলেটের যাতায়াতে আমূল পরিবর্তন আসবে। গতি আসবে সিলেটের পর্যটন শিল্পে।

উল্লেখ্য, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর