খুলনা: খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, আমরা সকল ধর্মের মানুষ শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করছি। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা অব্যাহত রয়েছে, কিন্তু আমরা যদি ঐক্য ধরে রাখি তাহলে কেউ বিভেদ সৃষ্টি করতে পারবে না।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে খুলনার তেরখাদা উপজেলার একাধিক কর্মসূচিতে অংশগ্রহণকালে তিনি এসব কথা বলেন। দিনের শুরুতে তেরখাদায় জেলা যুবদলের সাবেক সহ দফতর সম্পাদক জাহিদ হাসানের জানাজা নামাজে অংশগ্রহণ করেন আজিজুল বারী হেলাল। জানাজা শেষে বিকাল ৩টায় দিঘলিয়া উপজেলার আড়ুয়া উদয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সনাতনী ধর্মাবলম্বীদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, আমার প্রিয় বারাকপুরের মানুষগুলোকে আমার দল ও ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এখানে গীতা পাঠ করা হয়েছে, যেখানে সকল মন্দ কাজ থেকে বিরত থাকার শিক্ষা দেওয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, আমরা এখন কলিযুগে আছি—যেখানে ধর্মচর্চা কমে গেছে। তাই ধর্মীয় শিক্ষা ও পারিবারিক শিক্ষার চর্চা আরও বাড়ানো উচিত।
তিনি আরও বলেন, আমাদের পুরোনো ও জরাজীর্ণ সবকিছু ফেলে দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে হবে। আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন—সবার আগে বাংলাদেশ।
সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হেলাল বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য এত সনাতনী ধর্মাবলম্বী মানুষকে একসঙ্গে আমি খুব কম দেখেছি। আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তা সত্যিই অবাক করার মতো।
নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, আমি এখানে রাজনীতি করতে আসিনি, এটি আমার জন্মভূমি। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, তাহলে আমি পরিকল্পিত উন্নয়ন করতে চাই। বিএনপি সরকার গঠন করলে কলকারখানা চালু করা হবে। তিনি সবার কাছে নিজের জন্য দোয়া কামনা করেন।
সভায় সভাপতিত্ব করেন বাবু সৈলেন্দ দত্ত। এরপর সন্ধ্যায় তিনি তেরখাদার সাচিয়াদাহ এলাকায় সনাতনী ভাই-বোনদের নামযজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রাত ৮টায় রূপসার বাঁধালে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুল বারী হেলাল। এসময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি মোল্লা সাইফুর রহমান মিন্টুসহ বিএনপি ও সনাতন ধর্মালম্বী বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।