Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এস এন তরুণ দে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ২১:০৪

এস এন তরুণ দে। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগর অংশ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য এস এন তরুণ দে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সারাবাংলার ডটকম-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিকে তার স্বতন্ত্র প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এস এন তরুণ দে জানান, দলীয় পরিচয়ের বাইরে থেকে সাধারণ মানুষের অধিকার, এলাকার উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চাকে গুরুত্ব দিয়ে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।

তার এই সিদ্ধান্তের পর সরাইল ও আশুগঞ্জসহ জেলার রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সংগঠনিক পরিচিতির কারণে তার অংশগ্রহণ নির্বাচনি সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর