বগুড়া: বগুড়া সদর উপজেলা ছাত্রদলের ঘোষিত কমিটিতে বিভিন্ন অসম্মানজনক পদে থাকা ও পদবঞ্চিত নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বগুড়ার শহিদ খোকন পার্কে শহিদ মিনারের পাদদেশে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শরিফ, শাকিল আহম্মেদ, বাধন, মনিক, সাহেদ, রনি, সুইট, সিয়াম, সজিব, সবুজ, আশিক, আবু মালাম, অন্তু, আবু সালেক, বাধন, জাকির, -মিল্লাদ, রাহি প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, গত ২১ ডিসেম্বর বগুড়া সদর থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের শীর্ষ পদ দেওয়া হয়েছে। ত্যাগীদের মূল্যয়ন করা হয়নি। চাকুরিজীবি, ব্যবসায়ী, যুবদল, সেচ্ছাসেবক দল পদধারী ব্যক্তিদের দিয়ে এই কমিটি গঠন হয়েছে। আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে কমিটি বিলুপ্ত বা স্থগিত না করা হলে কিংবা কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা পদত্যাগ না করলে অনশন কর্মসূচি আব্যাহত থাকবে।