Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ৫৩

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৪

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শামসুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, বুদ্ধিজীবী কবরস্থান, লাউতলা, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, বসিলা গার্ডেন সিটি, ৪০ ফিট এবং নবীনগর এলাকায় আজ মঙ্গলবার সকাল ৭টায় র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা, ইয়াবা, চোরাই মোবাইল ও দেশীয় অস্ত্রসহ হত্যা, ডাকাতি, মাদক মামলার আসামি ও নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

শামসুল ইসলাম বলেন, উদ্ধারকৃত আলামতসমূহ এর মধ্যে রয়েছে- গাঁজা ৪০ কেজি, ইয়াবা ২০০ পিচ, চাপাতি ও সামুরাই ৯টি, ছুরি ১০টি, চোরাই মোবাইল ১২টি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

ফুটসালে দুই ইরানি কোচ নিয়োগ
২৩ ডিসেম্বর ২০২৫ ১৬:৫২

আরো

সম্পর্কিত খবর