Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৮

নিহত এমরান ওরফে নয়ন বাবু।

নরসিংদী: নরসিংদীর পলাশে এমরান ওরফে নয়ন বাবু (৩৫) নামে এক যবুককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ডাংগা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত এমরান ওই গ্রামের আমির ইসলামের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, সোমবার রাতে বাড়ির পাশে মোস্তফার পাওয়ারলোমে ডিউটি করতে যান এমরান। পরে রাত ৩টার দিকে পাওয়ারলোমের ভিতর থেকে প্রস্রাব করতে বাহিরে বের হয় তিনি। কিন্তু তারপর আর তিনি ভিতরে প্রবেশ করেনি।

মঙ্গলবার ভোর পাঁচটার দিকে সিফাত নামে পাওয়ারলোমটির এক শ্রমিক বাহিরে বের হলে এমরানকে বাহিরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার পরিবার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। পরে ঢাকা নেওয়ার পথে এমরান মারা যান।

বিজ্ঞাপন

নিহতের স্ত্রী জ্যোৎস্না বেগম বলেন, ‘কামাল নামে তার স্বামীর এক বন্ধু এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। কিছুদিন আগেও কামাল রাত ১২টার সময় এসে আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দেন। মঙ্গলবার দুপুরে কামালের বিদেশে চলে যাওয়ার কথা। কামাল আরও মানুষদের নিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। আমি আমার স্বামীর হত্যাকারীদের বিচার চাই।’

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহত এমরান ওরফে নয়ন বাবু পাওয়ারলোমে চাকরি করতেন। রাতে ডিউটিরত অবস্থায় পাওয়ারলোমের বাহিরে আসার পর কে বা কারা তার মাথার পিছনে আঘাত করে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রাখে। পরে হাসপাতালে নেওয়ার পথে এমরানের মৃত্যু হয়। নিহতের মাথায় কোপানোর চিহ্ন রয়েছে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা
২৩ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৮

আরো

সম্পর্কিত খবর