ঢাকা: রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো ও পরে ডেইলি স্টার পত্রিকায় সংঘটিত সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে গ্রেফতার করেছে ডিবি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে, গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ১০টা থেকে পরদিন ভোর পর্যন্ত শাহবাগ মোড় থেকে কারওয়ান বাজার এলাকায় বিক্ষোভের সুযোগ নিয়ে কতিপয় দুষ্কৃতিকারী প্রথম আলো ও পরে ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট চালায়। এই ঘটনায় গতকাল সোমবার ২২ ডিসেম্বর ১৭ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এদিকে, হামলার পরদিন প্রথম আলো কর্তৃপক্ষ এই ঘটনায় মামলা দায়ের করে। আর গতকাল সোমবার রাতে রাজধানীর তেজগাঁও থানায় ৪০ কোটি টাকার ক্ষতির দাবি জানিয়ে অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ডেইলি স্টারের হেড অব অপারেশনস মিজানুর রহমান।