ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আজ অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বৈঠকে অংশ নেবেন— আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল; শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
জানা গেছে, বৈঠকে নির্বাচনকেন্দ্রিক চলমান নানা আলোচনা হতে পারে। বিশেষ করে নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা, সরকারি দফতরগুলোর ভূমিকা ও আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
বৈঠক শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হতে পারে।