Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ২০:৩৮ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ২০:৪১

গুলিবিদ্ধ বাংলাদেশি যুবক রনি মিয়া। ছবি: সংগৃহীত

লালমনিরহাট: জেলার হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক রনি মিয়া (২৫) গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২২ ডিসেম্বর) ভোর ৬টার দিকে হাতীবান্ধা উপজেলার দৈইখাওয়া সীমান্তের ৯০২ নং পিলার এর কাছে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রনি মিয়া হাতীবান্ধা উপজেলার দৈইখাওয়া গোতামারি গ্রামের হারুন অর রশিদের ছেলে।

স্থানীয় ও বিজিপি জানান, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈইখাওয়া সীমান্তে গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারতের ১৫০ গজ অভ্যন্তরে বাংলাদেশি যুবকরা অনুপ্রবেশ করলে প্রতিপক্ষ ভারতীয় বিএসএফ গরু চোরাকারবারীদের উদ্দেশে ফায়ার করে। এতে বাংলাদেশী নাগরিক মো. রনি মিয়া (২২) গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে পরিবারের লোকজন গুলিবিদ্ধ রনিকে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যান।

বিজ্ঞাপন

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন, এ ঘটনায় বিজিপির পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। কেন এমন ঘটনা ঘটল।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ হয়েছে। সে গোপনে চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর