বগুড়া: বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে জাতীয় সংসদ নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোননীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ খাঁন কুদরত-ই সাকলায়েন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীলতা বর্মনের নিকট থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় এলডিপি’র ধুনট উপজেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স, পৌর কমিটির সভাপতি ইমদাদুল হক রনি ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খাঁন কুদরত-ই সাকলায়েন ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের বাসিন্দা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় ছাত্রদলের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। তিনি দীর্ঘদিন তিনি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে খাঁন কুদরত-ই সাকলায়েন এলডিপিতে যোগদান করেন। বর্তমানে তিনি এলডিপির প্রেসিডিয়াম সদস্য।