Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টার ব্যবধানে ফের রেকর্ড
সোনার ভরি ছাড়াল ১ লাখ ২২ হাজার, রুপা ৫ হাজার ছুঁই ছুঁই

সারাবাংলা ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫ ২১:৪৩ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ২১:৫৯

মূল্যবান ধাতু সোনা ও রুপা। ছবি: সংগৃহীত

ঢাকা: সোনার বাজারের অস্থিরতা যেন কমছেই না। মাত্র একদিনের ব্যবধানে মূল্যবান এই ধাতুটির দাম ফের রেকর্ড ছাড়াল। সর্বশেষ দর সংশোধনে মূল্যবান এই ধাতুটির দাম ভরিতে বেড়েছে ৩ হাজার ৯৬৬ টাকা। ফলে এখন ভালোমানের একভরি সোনা কিনতে লাগবে ২ লাখ ২২ হাজার ৮১ টাকা।

এর আগে গত ২১ ডিসেম্বর ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকায় গিয়ে দাঁড়ায়। মাত্র একদিনের ব্যবধানে সেই রেকর্ডও অতিক্রম করল। এদিকে এদিন রুপার দাম বাড়ানোরও ঘোষণা দিয়েছে বাজুস। সর্বশেষ দর সংশোধনে ভালোমানের রুপার দাম ভরিতে বেড়েছে ৩৮৫ টাকা। ফলে একভরি রুপা কিনতে লাগবে ৪ হাজার ৯৫৭ টাকা, যা রেকর্ড।

বিজ্ঞাপন

সোমবার (২২ ডিসেম্বর) সোনার দর সংশোধনের এ ঘোষণা দেয় বাজুস। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) ও রুপার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ডিসেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ২ লাখ ২২ হাজার ৮১ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা।

এদিকে এদিন রুপার দামও বেড়ছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরির দাম ৪ হাজার ৯৫৭ টাকা, ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৭২৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ২১ ডিসেম্বর সোনার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময়ও মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল। ওইদিন অবশ্য রুপার দাম অপরিবর্তিত থাকে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর