Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীন মৈত্রীতে রিহ্যাব ফেয়ার শুরু ২৪ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১৯:১৪

সিরডাপ মিলনায়তনে রিহ্যাব আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের আবাসন খাতে নতুন গতি ও বিনিয়োগের বার্তা নিয়ে বছর শেষের দ্বারপ্রান্তে আবারও ফিরছে রিহ্যাব ফেয়ার। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী ২৪ ডিসেম্বর থেকে আবাসন খাতের সবচেয়ে বড় প্রদর্শনী ‘রিহ্যাব ফেয়ার ২০২৫’ শুরু হতে যাচ্ছে। মেলাটি চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান।

তিনি বলেন, ‘সরকারের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমে আবাসন শিল্প একটি গুরুত্বপূর্ণ সহযোগী শক্তি। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিতে রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠানগুলো তিন দশকেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি ফ্ল্যাট শুধু বসবাসের জায়গা নয়, এটি সামাজিক অবস্থান তৈরি করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগের নিশ্চয়তাও দেয়। এজন্য আবাসন খাতে বৈষম্যহীন ও ন্যায্য সুযোগ সৃষ্টি জরুরি।’

বিজ্ঞাপন

অর্থনৈতিক প্রসঙ্গ তুলে ধরে রিহ্যাবের প্রেসিডেন্ট বলেন, ‘নতুন ড্যাপ ও ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০২৫-এ আগের অনেক জটিলতা ও বৈষম্য দূর হয়েছে। ফলে রিয়েল এস্টেট খাতে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে এবং আবাসন শিল্প দীর্ঘমেয়াদে আরও স্থিতিশীল হবে। রিহ্যাব ফেয়ার শুধুমাত্র একটি প্রদর্শনী নয়; এটি ক্রেতা ও ডেভেলপারদের সরাসরি সংযোগের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। এক জায়গায় বসেই বিভিন্ন প্রকল্পের মান, অবস্থান, সুযোগ-সুবিধা ও বিনিয়োগ সম্ভাবনা তুলনামূলকভাবে যাচাই করার সুযোগ পাওয়া যায়।’

সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের ফেয়ারে মোট ২২০টি স্টল অংশ নিচ্ছে। ফেয়ারে চারটি ডায়মন্ড স্পন্সর, সাতটি গোল্ড স্পন্সর, ১০টি কো-স্পন্সর, ১৪টি বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠান এবং ১২টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তিন দিনের সরকারি ছুটি থাকায় এবারের মেলায় দর্শনার্থীদের ব্যাপক সমাগম হবে বলে প্রত্যাশা রিহ্যাবের।

রিহ্যাব ফেয়ার ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (এনএইচএ)-এর চেয়ারম্যান মোছা. ফেরদৌসী বেগম।

আগামী ২৪ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথম দিন উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। অন্যান্য দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

মেলায় ফ্ল্যাট ও প্লট কেনাবেচার পাশাপাশি গৃহঋণ সুবিধা, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান এবং আধুনিক ও মানসম্মত নির্মাণসামগ্রী সরাসরি দেখার ও যাচাই করার সুযোগ পাবেন আগ্রহী ক্রেতারা। ফলে একটি আবাসন কেনার সঙ্গে সংশ্লিষ্ট সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একই জায়গায় বসেই নেওয়া সম্ভব হবে।

মেলায় প্রবেশের জন্য থাকছে দুই ধরনের টিকেট- সিঙ্গেল এন্ট্রি ও মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রি টিকেটের মূল্য ৫০ টাকা এবং মাল্টিপল এন্ট্রি টিকেটের মূল্য ১০০ টাকা, যা দিয়ে একজন দর্শনার্থী পাঁচবার মেলায় প্রবেশ করতে পারবেন। টিকেট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ সম্পূর্ণভাবে দুঃস্থদের জন্য করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রমে ব্যয় করা হবে। প্রতিদিন রাত ৯টায় অনুষ্ঠিত হবে র‌্যাফেল ড্র, যেখানে থাকছে আকর্ষণীয় মূল্যবান পুরস্কার। প্রতিটি টিকেটের সঙ্গে থাকছে ফ্রি রিফ্রেশমেন্ট সুবিধা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট-২ ও রিহ্যাব ফেয়ার কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাসসহ সংগঠনের শীর্ষ নেতারা।

উল্লেখ্য, ২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর ঢাকায় এটি রিহ্যাবের ২৭তম ফেয়ার। এছাড়া, চট্টগ্রামে ১৬টি ফেয়ার এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া ও কাতারসহ বিভিন্ন দেশে সফলভাবে হাউজিং ফেয়ার আয়োজন করেছে রিহ্যাব। এসব আয়োজনের মাধ্যমে দেশি ও প্রবাসী ক্রেতাদের মধ্যে গৃহায়ন শিল্পের বাজার সম্প্রসারণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সংগঠনটি।

সারাবাংলা/এমএইচ/পিটিএম